অবাছাই অস্তাপেঙ্কোর ইতিহাস, জিতলেন ফ্রেঞ্চ ওপেন

সবাই একপ্রকার ধরেই নিয়েছিল এই ম্যাচে জেতা তাঁর জন্য একরকম অসম্ভব। কারণ জেলেনা অস্তাপেঙ্কো ছিলেন অবাছাই খেলোয়াড়। সেই তিনিই এখন টেনিস দুনিয়ার নতুন তারকা। ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের ফাইনালে সিমোনা হালেপকে তিন সেটের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৩ হারালেন অস্তাপেঙ্কো। গড়লেন নতুন ইতিহাস। আসরে তিনিই প্রথম নারী যিনি অবাছাই হয়েও চ্যাম্পিয়ন হয়েছেন।
অবশ্য শুরুটা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে। ম্যাচে বেশ আত্মবিশ্বাসী দেখা গিয়েছিল হালেপকে। প্রথম সেট ৬-৪ সেটে জিতেও গিয়েছিলেন। কিন্তু এই রোমানিয়ান তারকা দ্বিতীয় সেটে শুরুতে ৩-০তে এগিয়ে যান। কিন্তু নাটকীয়ভাবে দ্বিতীয় সেট ৬-৪-এ জিতে গেলেন অস্তাপেঙ্কো।
তৃতীয় সেটেও জিতে গেলেন অস্তাপেঙ্কো। অনেকটা রূপকথার গল্পের মতো ম্যাচটি জিতে ইতিহাস গড়ে ফেললেন। শিরোপা জিতেও বিশ্বাসই করতে পারছেন না তিনি, ‘আমার বিশ্বাসই হচ্ছে না। স্বপ্নের মতোই মনে হচ্ছে আমার কাছে। ভাবতেই পারিনি এই আসরে চ্যাম্পিয়ন হব আমি।’
২০ বছর বছর আগে ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের এককে একবার চ্যাম্পিয়ন হয়েছিলেন ব্রাজিলীয় অবাছাই গুস্তাভো কুয়ের্তেন। কাকতালীয়ভাবে সে বছরই জন্ম হয়েছিল অস্তাপেঙ্কোর।
এই হারে শুধু শিরোপাই হাতছাড়া করেননি, বিশ্ব র্যাংকিংয়ে এক নম্বরে ওঠার সুযোগও নষ্ট করলেন হালেপ।