ট্রাম্পকে ‘কার্টুন’ বললেন ম্যারাডোনা!
তিনি মাঠের লোক, রাজনীতির সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার। তবে রাজনীতির প্রতি তাঁর কিছুটা আগ্রহ আছে, তা বোঝা গেছে বহুবার। সম্প্রতি রাজনীতি কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘একজন কার্টুন চরিত্র’ বলেছেন আর্জেন্টিনার এই সাবেক তারকা ফুটবলার।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ম্যারাডোনার এই বক্তব্য চমকজাগানিয়া হলেও সত্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আচার-আচরণও তাঁর কাছে নাকি বিরক্তিকর।
কনফেডারেশনস কাপ দেখতে ম্যারাডোনা এখন রাশিয়ায়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ম্যারাডোনা বলেন, ‘যদি রাজনীতির কথা বলি, আমার কাছে ট্রাম্প একজন কার্টুন চরিত্র। যখন আমি তাঁকে টিভিতে দেখি, প্রত্যেকবার চ্যানেল বদলে দেই।’
অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন, ‘পুতিন শীর্ষ রাজনৈতিক নেতাদের প্রতিনিধিত্ব করছেন। সে পারে বিশ্বে শান্তি এনে দিতে। আমার কাছে সে বিস্ময়কর একজন নেতা, এক কথায় অসাধারণ।’