কঠিন পরীক্ষার সামনে বার্সা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/16/photo-1439732015.jpg)
২০০৯ সালের মতো এক বছরে ছয়টি শিরোপা জয়ের অনন্যকীর্তির পুনরাবৃত্তির হাতছানি বার্সেলোনার সামনে। এ বছর চারটি শিরোপা শোভা পাচ্ছে তাদের ট্রফি কেসে। কিন্তু গোল বেধেছে স্প্যানিশ সুপার কাপ নিয়ে। অ্যাতলেতিক বিলবাওয়ের কাছে প্রথম লেগ ৪-০ গোলে হেরে যাওয়ায় বার্সার পঞ্চম শিরোপা হাতছাড়া হওয়ার আশঙ্কা। সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হতে যাওয়া ফিরতি লেগ পাঁচ গোলের ব্যবধানে জিতলেই চ্যাম্পিয়ন হতে পারবে কাতালান পরাশক্তিরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসি-সুয়ারেজদের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।
গত মৌসুমে দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতে ইতিহাসগড়া বার্সার এ মৌসুমের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। গত সপ্তাহে সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে জিতে নিয়েছে উয়েফা সুপার কাপের শিরোপা। কিন্তু তিনদিন পরই বিলবাওয়ের মাঠে খেলতে গিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়েছেন মেসি-পেদ্রো-সুয়ারেজরা। স্পেনের কোনো ক্লাবের বিপক্ষে দীর্ঘ আট বছর পর চার গোল হজম করতে হয়েছে বার্সাকে। কাতালানদের জালে পর পর দুই ম্যাচে চারটি গোল জড়ালো ১৪ বছর পর।
বিলবাওয়ের মাঠে হতাশাজনক পারফরম্যান্সের পরও অবশ্য হাল ছেড়ে দেননি লুইস এনরিকে। বার্সেলোনা কোচের দৃপ্ত ঘোষণা, ‘এমন প্রতিকূল অবস্থা থেকে কোনো দল যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে সেই দল হলো বার্সা।’ রক্ষণভাগের অন্যতম স্তম্ভ জেরার্ড পিকেকে স্বপ্ন দেখাচ্ছে ঘরের মাঠ, ‘ন্যু ক্যাম্পে ৯০ মিনিট খেলার সুযোগ পাব। আমার বিশ্বাস আমরা পারব।’
ইতিহাস অনুপ্রেরণা হতে পারে বার্সেলোনার। ২০১০ সালে স্প্যানিশ সুপার কাপে সেভিয়ার বিপক্ষে প্রথম লেগ ৩-১ গোলে হেরে গিয়েছিল বার্সা। কিন্তু ফিরতি লেগে মেসির দারুণ এক হ্যাটট্রিক বার্সাকে এনে দিয়েছিল ৪-০ গোলের জয়।
এবারও আর্জেন্টাইন তারকার তেমনই জাদুকরি পারফরম্যান্সের প্রত্যাশা বার্সা সমর্থকদের।