ম্যানইউর ড্রয়ের হতাশা, বায়ার্নের স্বস্তির জয়
বল দখলের লড়াইয়ে অনেক এগিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের গোলমুখে বেশ কয়েকবার জোরালো আক্রমণও চালিয়েছিল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিউক্যাসল ইউনাইটেডকে হারাতে পারেনি ‘রেড ডেভিল’রা। গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ইপিএলের সফলতম দলকে। শনিবার রাতে জার্মান বুন্ডেসলিগায় পয়েন্ট হারাতে বসেছিল বায়ার্ন মিউনিখও। তবে শেষ মুহূর্তের লক্ষ্যভেদে হফেনহাইমকে ২-১ গোলে হারিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে গত তিনবারের চ্যাম্পিয়নরা।
গত মৌসুমে চতুর্থ হলেও এবার ইপিএলের শুরুটা ভালোভাবেই করেছিল ম্যানইউ। টটেনহ্যাম হটস্পার আর অ্যাস্টন ভিলাকে হারিয়ে লিগের শীর্ষেও উঠেছিল। কিন্তু নিউক্যাসলের সঙ্গে ড্র করায় লুই ফন গালের শিষ্যরা আপাতত দ্বিতীয় স্থানে। ম্যানইউর সমান ৭ পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে লেস্টার সিটি। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েইন রুনি, হুয়ান মাতা, আদনান জানুজাইরা বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট না করলে হয়তো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকত ইপিএলের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।
হফেনহাইমের মাঠে বায়ার্ন মিউনিখও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল। প্রথম মিনিটেই কেভিন ফোলান্ড এগিয়ে দেন স্বাগতিকদের। ৪১ মিনিটে তারকা ফরোয়ার্ড টমাস মুলার সমতা ফেরালেও ৭৩ মিনিটে আবার ধাক্কা খায় বায়ার্ন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার জেরোম বোয়াটেং। ১০ জনের দলকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেওয়ার কৃতিত্ব দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ফিলিপ লামের জায়গায় মাঠে নামা রবার্ত লেভানদভস্কির। ইনজুরি সময়ে গোল করে রেকর্ড ২৫ বারের চ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় জয় এনে দেন এই পোলিশ স্ট্রাইকার।