বার্সেলোনার প্রতিশোধ, রিয়ালের হোঁচট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/24/photo-1440393155.jpg)
লা লিগার নতুন মৌসুমের শুরুটা ভালোভাবে করতে পারলেন না লিওনেল মেসি। প্রথম ম্যাচেই মিস করেছেন পেনাল্টি থেকে গোল করার সুযোগ। তাতে অবশ্য বার্সেলোনার জয় আটকায়নি। লুইস সুয়ারেজের গোলে অ্যাথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় শুভসূচনা করতে পেরেছে গতবারের শিরোপাজয়ীরা। স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে হেরে যাওয়ার প্রতিশোধটাও নিয়েছে কাতালানরা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ হোঁচট খেয়েছে প্রথম ম্যাচেই। নিচের সারির ক্লাব স্পোর্টিং গিজনের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা।
গত সপ্তাহেই বিলবাওয়ের মাঠ সান মেমে স্টেডিয়ামে গিয়ে ৪-০ গোলে হেরে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। হারিয়েছিল স্প্যানিশ সুপার কাপ জয়ের সুযোগ। এবার সেই সান মেমে স্টেডিয়ামে গিয়ে অবশ্য আর হতাশ হতে হয়নি বার্সাকে। দলের সেরা তারকা মেসি অবশ্য সমর্থকদের কিছুটা হতাশই করেছেন পেনাল্টি মিস করে। ৩১ মিনিটের মাথায় মেসির বাঁ পায়ের শট রুখে দিয়েছেন বিলবাওয়ের গোলরক্ষক গোরকা ইরাজোজ। জয়সূচক গোলের দেখা পেতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ৫৪ মিনিট পর্যন্ত। জরডি আলবার ক্রস থেকে বল পেয়ে বল জালে ঠেলতে কোনো ভুল করেননি উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদকে অবশ্য হতাশ হতে হয়েছে ব্যাপকভাবে। নিচের সারির ক্লাব স্পোর্টিং গিজনের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে। বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে জোরালো আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি রিয়ালের খেলোয়াড়রা। নতুন কোচ রাফায়েল বেনিতেজের শুরুটাও হলো বেশ হতাশাজনকভাবে।