কমনওয়েলথ গেমসে রুপালি সাফল্য বাকীর

গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে শেষ পর্যন্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। শুটিংয়ে বাংলাদেশকে রুপাপদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে এই সাফল্য পান তিনি।
অবশ্য এই ইভেন্টে স্বর্ণপদকও পেতে পারতেন বাকী। তবে অল্পের জন্য এই সাফল্য হাতছাড়া হয়ে যায় তাঁর। ২৪৪.৭ স্কোর করে রুপাপদক জিতেন। স্বর্ণপদক জেতা অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসন করেছেন ২৪৫.৪ স্কোর। আর ভারতের রবি কুমার ২২৪. ১ স্কোর করে পান ব্রোঞ্জ।
কমনওয়েলথ গেমসে এ নিয়ে দ্বিতীয়বার রুপা জিতেছেন বাকী। ২০১৪ সালে গ্লাসগোতে রুপা পেয়েছিলেন।
এদিন মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে বাংলাদেশের কোনো শুটার ফাইনালেই উঠতে পারেননি। রদিনা ফেরদৌস নবম ও আরমিন আশা ১৭তম হন।
এর আগে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছিলেন বাংলাদেশের আসিফ হোসেন খান। ম্যানচেস্টারে ২০০২ সালে ভারতের অভিনব বিন্দ্রাকে হারিয়ে এই সাফল্য পেয়েছিলেন। এর পর আর কেউ স্বর্ণ জিততে পারেননি।