এত বাজে বোলিং শেষ কবে করেছিলেন মুস্তাফিজ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম তিন ম্যাচের তিনটাই হেরেছে মুম্বাই ইন্ডিয়ানস। শেষ ওভারেই হারের স্বাদ নিয়েছিল তারা। এর মধ্যে দুবারই দলকে বাঁচানোর দায়টা চেপেছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের ওপর। চেষ্টা করে একবারও জেতাতে পারেননি কাটার-মাস্টার। আর গতকাল যখন সহজ এক জয় পেল মুম্বাই, সেখানে মুস্তাফিজই কিনা থাকলেন একদম বিবর্ণ।
দলের সব বোলারকে বেড়ধক পিটুনি দিচ্ছে প্রতিপক্ষ বোলাররা। তবে একজন আসলেই থেমে যাচ্ছে সে ঝড়, বিপাকে উল্টো বিপক্ষ দল। অভিষেকের পর থেকে মুস্তাফিজুর রহমানের ‘সংজ্ঞাটাই’ ছিল এমন। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে যে মুস্তাফিজকে দেখা গেছে গতকাল রাতে তাঁর সঙ্গে ঠিক মেলানোই যায় না কাটার-মাস্টারকে। এমন বোলিং শেষ কবে করেছিলেন সেটা বোধহয় বাঁহাতি এই পেসারের সবচেয়ে বড় নিন্দুকও মনে করতে পারবে না।
মঙ্গলবার রাতে দাবার ছকটাই যেন উল্টে গিয়েছিল। মুম্বাই ইন্ডিয়ানসের বাকি সব বোলাররা যেখানে সফল সেখানে তিনি রান দিয়ে গেছেন উদার হাতে। বল হাতে হাঁকিয়েছেন ‘অর্ধশতকও’। মোট চার ওভার বল করে মুস্তাফিজ গুনেছেন ৫৫। উইকেট তো পাননিই বরং ওভারপ্রতি ১৩’র ওপরে রান দিয়ে দলের সবচেয়ে খরুচে বোলারটাও তিনি।
সব মিলিয়ে প্রথম জয়ের আলোয় যখন উদ্ভাসিত মুম্বাইয়ের সাজঘর, মুস্তাফিজ যেন একদম আলোহারা সেখানে। অবশ্য নিজে ব্যর্থ হলেও দলের প্রথম জয়ে সাধুবাদ জানাতে ভোলেননি দ্য ফিজ। নিজের ফেসবুক পেজে মুম্বাই দলের ছবি দিয়ে লিখেছেন, ‘ভালো একটা দলের বিপক্ষে বড় জয়। বাকি ম্যাচগুলোতে আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব আশা করি।’
মূলত ‘ডট’ দেওয়ার জন্যই অধিনায়ক রোহিত শর্মার অন্যতম পছন্দ মুস্তাফিজ। আর তিনিই কি না মাত্র তিনটা ডট বল দিয়েছেন গত রাতে! হজম করেছেন সমান চারটি করে ছয় ও চার। মুম্বাইয়ের হয়ে একমাত্র নো-বলটাও এসেছে মুস্তাফিজের কাছ থেকেই।