জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন মাশরাফি

আলোচনাটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির সাবেক সভাপতি এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবার ইঙ্গিত দিয়েছেন, আসন্ন নির্বাচনে নড়াইল থেকে প্রার্থী হতে পারেন নড়াইল এক্সপ্রেস।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেকের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দেন মুস্তফা কামাল। পরিকল্পনা মন্ত্রণলয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চত করে বলেন, অনেকটা মজার ছলেই তিনি (পরিকল্পনামন্ত্রী) এ কথা বলেছেন।
একনেকের সভা শেষে মুস্তফা কামাল বলেছেন, ‘নড়াইল থেকে নির্বাচন করতে পারেন মাশরাফি, করলে আপনারা ভোট দেবেন। তাঁকে সহযোগিতা করবেন।’
কোন দলের মনোনয়নে মাশরাফি নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘যে দল থেকেই নির্বাচন করুক, তাঁকে সহযোগিতা করবেন। আমি বলছি না তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করবেন। বিএনপি থেকেও করতে পারেন। এটা তাঁর সিদ্ধান্ত।’
আলোচনা আসে সাকিব আল হাসান প্রসঙ্গেও। এ ব্যাপারে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তাঁর (সাকিব) বয়স হয়েছে। সে নির্বাচন করতেই পারে।’
ফরিদপুরের থেকে মাগুরায় রেলপথ স্থাপন নিয়ে আলোচনার সময় মাশরাফি ও সাকিব আল হাসানের নির্বাচনের অংশ নেওয়ার প্রসঙ্গ আসে। আর এ সময়ই পরিকল্পনামন্ত্রী কথগুলো বলেন।
অবশ্য মাশরাফি ও সাকিব দুজনই এখনো জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। মাশরাফি ওয়ানডে ও সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।