মাঠে ফিরছেন ওয়ার্নার-ব্যানক্রফট

কেপটাউন টেস্টে বল টেম্পারিং করে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার আর ক্যামেরন ব্যানক্রফট নিষেধাজ্ঞা পেয়েছিলেন ক্রিকেট মাঠে নামতেই। স্মিথ মাঠের বাইরে রয়েছেন এখনো তবে সব বাধা পেছনে ফেলে ডেভিড আর ব্যানক্রফট ফিরছেন ক্রিকেটের ময়দানে।
যদিও শুধু আন্তর্জাতিক ক্রিকেট আর শেফিল্ড শিল্ডের ম্যাচেই খেলতে পারবেন না নিষিদ্ধ তিন ক্রিকেটার। তবে অন্যসব ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে পারবেন তারা। আগামী জুলাই মাসে বসছে উত্তর অস্ট্রেলিয়ার স্বনামধন্য ক্রিকেট টুর্নামেন্ট ‘ডারউইন স্ট্রাইক লিগ’। সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ না ফিরলেও আর এই প্রতিযোগিতা দিয়েই মাঠে ফিরে আসবেন ওয়ার্নার ও ব্যানক্রফট।
বাঁহাতি অস্ট্রেলীয় উদ্বোধনী ব্যাটসম্যান অবশ্য খেলছেন পুরো টুর্নামেন্টে। ওয়ার্নার অংশ নেবেন ২১ ও ২২ জুলাইয়ের ওয়ানডে ম্যাচ দুটিতে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই অনুষ্ঠিতব্য উত্তর অস্ট্রেলীয় ক্রিকেট প্রতিযোগিতার পুরোটিতেই দেখা যাবে ব্যানক্রফটকে।
আবারও ক্রিকেট মাঠে ফিরতে পেরে নিজের অনুভূতি জানিয়ে একটি বিবৃতিও দিয়েছেন ওয়ার্নার। সাবেক এই অস্ট্রেলীয় সহ-অধিনায়ক বলেছেন, ‘জুলাইয়ের স্ট্রাইক লিগে খেলতে আমি খুব করে চাচ্ছি। শেষ এক মাসে ডারউইন থাকার বদৌলতে এই প্রতিযোগিতাটির নাম আমি প্রচুর শুনেছি এবং এই টুর্নামেন্টে অংশ নিতে মুখিয়ে আছি।’
ওয়ার্নার ও ব্যানক্রফটের সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন স্মিথও। কিন্তু সেই শাস্তির পর থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই একটু ব্যস্ত হয়ে পড়েছেন সাবেক অস্ট্রেলীয় দলপতি । অবশ্য শোনা যাচ্ছে জুন মাস থেকে কানাডার মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা ‘গ্লোবাল টি-টোয়েন্টি লিগ’ দিয়ে ক্রিকেটে ফিরছেন স্মিথ। ওয়ার্নার অংশ নিতে পারেন কানাডার টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে।