পাকিস্তানকে হারিয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা
এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে একেবারেই বাজে সূচনা করেছিল বাংলাদেশ প্রমীলা দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরেছিলেন সালমা-রুমানারা। প্রথম ম্যাচের ব্যর্থতার পর অবশ্য বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ প্রমীলা দল।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ প্রমীলা টি-টোয়েন্টি কাপের এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। ক্রিজে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তাণ্ডবে স্কোরকার্ডে বেশি রান জমা করতে পারেনি পাকিস্তানের নারী দল। ২০ ওভার শেষে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে স্কোরকার্ডে জমা করে ৯৫ রান। পাকিস্তানের পক্ষে সানা মির সর্বোচ্চ ২১ রান তোলেন। বাংলাদেশের পক্ষে নাহিদা আকতার দুটি এবং জাহানারা খাতুন, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ একটি করে উইকেট লাভ করেন।
৯৬ রান তাড়া করে জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান শামিমা সুলতানা দারুণ সূচনা করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে আউট হন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। এ ছাড়া নিগার সুলতানা ৩১ ও ফাহিমা খাতুন ২৩ রান যোগ করে অপরাজিত থাকেন। ফলে ১৭.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান সালমারা। বোলিং ও ব্যাটিং উভয় ক্ষেত্রে অবদান রাখার জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ফাহিমা খাতুন।
আগামী ৬ জুন শক্তিশালী ভারতের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল।