শুরু হচ্ছে রোনালদো আর স্পেনের বিশ্বকাপ মিশন
নিঃসঙ্গ যোদ্ধা! বিশ্বকাপের মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এই বিশেষণটি খুব ভালোমতোই যায়। পর্তুগাল দলটিকে প্রায় একাই বিশ্বকাপের মঞ্চে টেনে এনেছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। নিঃসঙ্গ এই যোদ্ধা কী এবার বিশ্ব জয়ের স্বাদটাও পেয়ে যাবেন? ইউরো জয়ের মতো? উত্তর খোঁজার পালা শুরু হচ্ছে আজ থেকে।
স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের রোনালদো শুরু করবেন বিশ্বকাপ মিশন। রামোস-কারভাহালদের বিপক্ষে মাঠে নামতে হবে রোনালদোকে। যাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
অন্যদিকে তারকাখচিত স্পেন রাশিয়া বিশ্বকাপে অংশ নিচ্ছে অন্যতম ফেভারিট হিসেবে। রোনালদোদের পর্তুগালকে উড়িয়ে দিয়ে শুভসূচনা করার সর্বোচ্চ চেষ্টাই থাকবে রামোস-পিকে-ইনিয়েস্তাদের। সব মিলিয়ে আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হতে যাওয়া স্পেন-পর্তুগাল ম্যাচটি নিঃসন্দেহেই থাকবে ফুটবলপ্রেমীদের মনোযোগের শীর্ষে।
বিশ্বকাপে অংশ নেওয়া অনেক দলই ইনজুরি সমস্যায় ভুগলেও পর্তুগালে নেই এমন কোনো আশঙ্কা। কিন্তু চূড়ান্ত একাদশ নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব রয়েই গেছে পর্তুগাল শিবিরে। সেন্টার ব্যাক পজিশনে পেপের সঙ্গী হওয়ার জন্য লড়ছেন ব্রুনো আলভেজ ও হোসে ফনটে। অন্যদিকে আক্রমণভাগে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী হওয়ার লড়াইটা চলছে আন্দ্রে সিলভা ও গনসালো গুয়েডেসের মধ্যে।
স্পেন শিবিরে আছে স্বস্তির সংবাদ। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দানিয়েল কারভাহাল। তবে হ্যামস্ট্রিং ইনজুরির ফাঁড়া এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচটি তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো আছে সংশয়।
মুখোমুখি লড়াইয়ের হিসেব করলে অবশ্য কিছুটা নির্ভারই থাকার কথা স্পেনের। এখন পর্যন্ত ৩৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন-পর্তুগাল। এর মধ্যে স্পেন জিতেছে ১৬টিতে। ১৩টি হয়েছে ড্র। আর পর্তুগাল জয় পেয়েছে ছয়টি ম্যাচে। বিশ্বকাপের মঞ্চে অবশ্য একবারই মুখোমুখি হয়েছিল এই দুই দল। ২০১০ সালে শেষ ষোলোর ম্যাচে। পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল স্পেন। সেবার শিরোপাটাও শেষপর্যন্ত উঠেছিল তাদের ঘরে।