সেই ম্যারাডোনাই চান না মেক্সিকোতে বিশ্বকাপ
ডিয়েগো ম্যারাডোনা; নামটির সঙ্গে আজীবন জড়িয়ে থাকবে ১৯৮৬ সালের স্মৃতি। সেবছরের বিশ্বকাপে ম্যারাডোনা নিজেকে অমর করে রেখেছেন ফুটবল ইতিহাসের পাতায়। প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ্বকাপ শিরোপা। তারপর থেকে আর একবারও শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি আর্জেন্টাইনদের।
১৯৮৬ সালের সেই বিশ্বকাপ আয়োজিত হয়েছিল মেক্সিকোতে। সেদিক বিবেচনা করলে মেক্সিকোর প্রতি কিছুটা মায়া-ভালোবাসাই তো থাকা স্বাভাবিক ম্যারাডোনার। আবারও একটা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে মেক্সিকোর মাটিতে- এই খবরে তো খুশিই হওয়ার কথা আর্জেন্টাইন কিংবদন্তির। কিন্তু ম্যারাডোনা কিন্তু একেবারেই মেনে নিতে পারছেন না মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তটি।
২০২৬ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের ভার পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। কিন্তু ম্যারাডোনা বলছেন যে, মেক্সিকোর কোনো যোগ্যতাই নেই বিশ্বকাপ আয়োজন করার। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছেন, ‘আমি এটা পছন্দ করিনি। মেক্সিকোর এটা প্রাপ্য না। মেক্সিকানরা ব্রাজিল বা জার্মানির বিপক্ষে খেলতে আসে আর দুম করে উড়ে যায়।’