শাকিরি-জাকা উদযাপন নিয়ে তদন্তে ফিফা
জের্ডান শাকিরি আর গ্রানিট জাকা। দুজনেই সুইজারল্যান্ডের মধ্যমাঠের মধ্যমণি। তাঁদের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সুইজারল্যান্ড। দলের জয়ে এই দুজনেই করেছেন একটি করে গোল। তবে দলকে জেতানোর পরও বিতর্কে জড়িয়ে গেছেন শাকিরি ও জাকা। তাঁদের গোল উদযাপনের ভঙ্গি নিয়ে তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
শাকিরি ও জাকা, দুজনেই এসেছেন সুইজারল্যান্ডের বাইরে থেকে। দুজনেই এসেছেন আলবেনিয়া থেকে। আর তাঁরা ধারণ করেন কসোভোর ঐতিহ্য। যে কসোভোর স্বাধীনতা এখনো মেতে নিতে নারাজ সার্বিয়া। সেই সার্বিয়াকে হারানোটা তাই শাকিরি ও জাকা দুজনের জন্যই একটা অন্য রকম বিজয়। দুজনেই গোল করার পর হাত দিয়ে ঈগলের মতো একটা প্রতীক দেখিয়েছেন, যা ছিল আলবেনিয়ার ফ্ল্যাগের মতো।
ম্যাচ শেষে জাকা বলেছিলেন, ‘আমার জন্য এটা সত্যিই একটা বিশেষ দিন। এই জয়টা আমি উৎসর্গ করছি আমার পরিবার, সুইজারল্যান্ড, আলবেনিয়া ও কসোভোকে। এই ভঙ্গিটা ছিল তাদের সবার জন্য, যারা আমাকে সমর্থন দিয়েছে। এটা আমাদের প্রতিপক্ষের উদ্দেশে ছিল না। এটা সত্যিই একটা আবেগী ম্যাচ ছিল।’
তবে ফিফা ব্যাপারটিকে দেখছে ফুটবল মাঠে রাজনীতির বহিঃপ্রকাশ হিসেবে। যা আইনত করা যায় না। তবে শাকিরি অবশ্য বলেছেন, ‘এর সঙ্গে রাজনীতির কোনোই সম্পর্ক নেই। এটা শুধুই ফুটবল।’