জানা গেল শেষ ষোলোর দুটি ম্যাচের দিনক্ষণ
রাশিয়া বিশ্বকাপে এখন প্রায় শেষ করে ফেলেছে একটা পর্ব। আর মাত্র ১২টি ম্যাচ পরেই জানা যাবে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোন ১৬টি দল পেল নকআউট পর্বের টিকেট। এই ১২টি ম্যাচ হবে অবশ্য মাত্র তিন দিনে। আজ, কাল ও পরশু অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ। দুটি ম্যাচ পাশাপাশি চলবে একই সময়ে।
গতকাল অনুষ্ঠিত হয়ে গেছে এমনই চারটি ম্যাচ। যার ফলাফল থেকে নিশ্চিত হয়ে গেছে যে ‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে কোন চারটি দল যাচ্ছে শেষ ষোলোতে। এই দলগুলোও আবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে লড়বে একে অপরের সঙ্গে। ফলে জানা হয়ে গেছে শেষ ষোলোর দুটি ম্যাচের দিনক্ষণও।
‘এ’ গ্রুপ থেকে তিনটিতেই জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে। আর দুটি ম্যাচে জয় দিয়ে রানার্সআপ স্বাগতিক রাশিয়া। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গ্রুপ পর্বের বাধা টপকেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও অন্যতম ফেভারিট স্পেন। দুই দলেরই সংগ্রহ ছিল ৫ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হয়েছে ইরানকে। এই গ্রুপ স্পেন হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। আর পর্তুগাল রানার্সআপ।
ফলে শেষ ষোলোর লড়াইয়ে আগামী ৩০ জুন মুখোমুখি হতে যাচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ‘বি’ গ্রুপের রানার্সআপ পর্তুগাল। আর একদিন পরে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন স্পেন খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ রাশিয়ার বিপক্ষে।