এখনই ভবিষ্যৎ ভাবতে নারাজ জার্মান কোচ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/28/photo-1530162738.jpg)
হিসাবটা সহজই ছিল। নকআউট পর্বে খেলতে হলে জিততেই হতো জার্মানিকে। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। অপেক্ষাকৃত কম শক্তিশালী এশীয় দলটির বিপক্ষে জার্মানির জেতা তো দূরের কথা, বরং ২-০ গোলের ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। ফেভারিট দলের এমন বাজেভাবে বাদ হওয়ায় প্রথমেই কথা ওঠে দলের কোচের ভবিষ্যৎ নিয়ে। তবে জার্মানির কোচ জোয়াকিম লো জানিয়েছেন, এখনই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না তিনি।
গতকাল বুধবার কাজানে অনুষ্ঠিত ম্যাচে এশিয়ার দেশটি ২-০ গোলে জিতেছে, তাই স্বপ্নভঙ্গ হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। অবশ্য এবারের আসরে জার্মানির শুরুটা হয়েছিল হার দিয়ে, মেক্সিকোর কাছে ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে সুইডেনকে হারালেও গতকাল আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে পেরে ওঠেনি তারা। তাই তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে তৃতীয় হয়েই আসর থেকে বিদায় নেয় তারা।
গতবারের চ্যাম্পিয়নদের এমন ভরাডুবির পর দলের কোচ জোয়াকিমের দিকে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে কোনো চাপ আসেনি; বরং জিএফএ প্রেসিডেন্ট কথা বলেছেন জোয়াকিমের পক্ষেই। তবে ব্যর্থতায় নিজে থেকে দল ছেড়ে যান কি না, এমন আশঙ্কা করেছিলেন অনেকেই। তবে এই ৫৮ বছর বয়সী কোচ এখনই এসব ব্যাপারে ভাবতে নারাজ।
হতাশায় আচ্ছন্ন এই কোচ বলেন, ‘আমি ভীষণভাবে মর্মাহত। আমি কখনো ভাবিনি দক্ষিণ কোরিয়ার কাছে হেরে আমাদের বিদায় নিতে হবে। আমি স্তম্ভিত, কারণ আমরা ভালোভাবে সবকিছু শেষ করতে পারিনি। দলের এমন পরাজয়ের পর কোচ হিসেবে আমার কিছু বলা উচিত। কিন্তু আমি এতটাই হতাশাগ্রস্ত, এখনই নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নারাজ।’