সমর্থকদের কাছে ক্ষমা চাইল জার্মান ফুটবল দল
হিসাবটা সহজই ছিল। নকআউট পর্বে খেলতে হলে জিততেই হতো জার্মানিকে। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। অপেক্ষাকৃত কম শক্তিশালী এশীয় দলটির বিপক্ষে জার্মানির জেতা তো দূরের কথা, বরং ২-০ গোলের ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। সমর্থকদের প্রত্যাশা পূরণ না করে ৮০ বছর পর গ্রুপ পর্ব থেকে এমন বাজেভাবে বিদায় নেওয়ার পর ভক্তদের কাছে ক্ষমা চেয়েছে জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশন।
গত বুধবার কাজানে অনুষ্ঠিত ম্যাচে এশিয়ার দেশটি ২-০ গোলে জিতেছে, তাই স্বপ্নভঙ্গ হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। অবশ্য এবারের আসরে জার্মানির শুরুটা হয়েছিল হার দিয়ে, মেক্সিকোর কাছে ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে সুইডেনকে হারালেও গতকাল আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে পেরে ওঠেনি তারা। তাই তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে তৃতীয় হয়েই আসর থেকে বিদায় নেয় তারা।
শিরোপা পুনরুদ্ধার করার লক্ষ্যে রাশিয়ায় পাড়ি দেওয়া জার্মান দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় হতাশ হয়েছে দেশটি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্মান দলটি একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে হতাশ ভক্তদের উদ্দেশে দলটির ক্ষমা প্রার্থনা প্রকাশ পায়।
বিবৃতিতে বলা হয়, ‘যতটা আপনারা (সমর্থক) হতাশ, ঠিক ততটা আমরাও। বিশ্বকাপের আসর দীর্ঘ চার বছর পর পর হয় এবং আমরা সত্যিই অনেক চেষ্টা করেছি। আমরা স্বীকার করছি, আমাদের খেলাটা বিশ্বচ্যাম্পিয়নদের মতো হয়নি, তাই আমাদের গ্রুপ পর্ব থেকে বাদ হওয়াটাই প্রাপ্য। আমরা ২০১৪ সালে একসঙ্গে শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেছি। ফুটবলে জয়-পরাজয় থাকবেই। প্রতিপক্ষ দল আমাদের চেয়ে নিঃসন্দেহে ভালো খেলেছে।’
রাশিয়ার আতিথেয়তার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেনি জার্মানরা। বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা সুইডেন ও মেক্সিকোকে পরবর্তী রাউন্ডে ওঠার জন্য অভিনন্দন জানাচ্ছি। রাশিয়াকে ধন্যবাদ দারুণ আতিথেয়তার জন্য।’