রাশিয়া-স্পেন ম্যাচের প্রথমার্ধ অমীমাংসিত

নিজেদের মাটিতে বিশ্বকাপ, স্বাগতিক রাশিয়ার জন্য আসরটি অনেকটা মর্যাদারই বটে। ভালো কিছু করার একটা চাপতো থাকছেই। কিন্তু প্রতিপক্ষ যখন সাবেক চ্যাম্পিয়ন স্পেন, তাদের বিপক্ষে সাফল্য পাওয়টা বেশ কঠিনই। ঠিক তাই হয়েছে রাশিয়া-স্পেনের শেষ ষোলোর লড়াইয়ের প্রথমার্ধ, ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।
আজ রোববার মস্কোতে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হলেও, স্পেন এগিয়ে যায় ম্যাচের ১১মিনিটেই। আত্মঘাতী গোলে সাফল্য পায় সাবেক চ্যাম্পিয়নার।
স্পেন মিডফিল্ডার মার্কো আসেনসিওর ফ্রি-কিক থেকে রাশিয়ার সের্গেই ইগনাশেভিচ বিপদমুক্ত করতে গয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বল।
৪১ মিনিটে খেলার সমতায় চালে আসে রাশিয়া। পেনাল্টি থেকে গোল করে দলকে খেলায় ফেরান ফরোয়ার্ড আরটেম দিজিউবা। তাই প্রথমার্ধ থাকে অমীমাংসিত।
রাশিয়া একাদশ: ইগর আকিনফিভ, ইলিয়া কুতেপভ, সের্গেই ইগনাশেভিচ, দালের কুজিয়ায়েভ, মারিও ফেরনান্দেস, ফিওদর কুদদ্রিয়াশভ, রোমান জবনিন, ইউরি জিরকভ, আলেক্সান্দার সামেদভ, আলেকসান্দার গোলোভিন, আর্তেম জুবা।
স্পেন একাদশ: নাচো ফের্নান্দেস, সার্জিও রামোস, দাভিদ দে হেয়া, জেরার্দ পিকে, জর্দি আলবা, সার্জিও বুসকেতস, কোকে, ডেভিড সিলভা, মার্কো আসেনসিও, দিয়েগো কস্তা।