রাশিয়া বিশ্বকাপের প্রথম টাইব্রেকারে স্বাগতিকদের বাজিমাত

নকআউট পর্বের শুরু থেকেই দেখা যাচ্ছে উত্তেজনাপূর্ণ সব ম্যাচ। আর্জেন্টিনাকে ৪-৩ গোলের এক থ্রিলারে হারিয়ে শেষ আটে চলে গেছে ফ্রান্স। পর্তুগাল-উরুগুয়ের ম্যাচটিতেও হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষপর্যন্ত ২-১ গোলে জিতেছিল উরুগুয়ে। তবে আজ সব কিছুকেই ছাড়িয়ে গেল স্বাগতিক রাশিয়া ও ফেভারিট স্পেনের লড়াই। এই ম্যাচ দিয়েই দেখা গেল এবারের বিশ্বকাপের প্রথম টাইব্রেকার।
প্রথমার্ধে আত্মঘাতি গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল স্পেন। নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন রাশিয়ার ইগনাসেভিচ। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান আরটেম দিজিউবা। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানের সমতা নিয়ে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে নির্ধারিত ৯০ মিনিট পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই ৩০ মিনিটেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেনি কোনো দলই।
শেষপর্যন্ত ফলাফল নির্ধারণের জন্য শুরু হয় টাইব্রেকারের পেনাল্টি শুটআউট। সেখানে কোকের শট ঠেকিয়ে দেন রাশিয়ার গোলরক্ষক। অন্যদিকে স্পেনের গোলরক্ষক একটি শটও রুখে দিতে পারেননি। ফলে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে উল্লাসে মেতে ওঠে রাশিয়া। পেয়ে যায় কোয়ার্টার ফাইনালের টিকিট। আর শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় ২০১০ সালের শিরোপাজয়ী স্পেনকে।