সমালোচনা মেনে নিতে প্রস্তুত কুতিনহো
জার্মানি, আর্জেন্টিনার বিদায়ের পর এবারের বিশ্বকাপের আসরের হট ফেভারিট ছিল ব্রাজিল। অন্যদিকে, বেলজিয়াম যেন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছে। আসরে এসেই তাক লাগিয়ে দিয়েছে। তাই লড়াইটাও ছিল বেশ উত্তেজনায় ঠাসা। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জিতেছে হ্যাজার্ড-লুকাকুরাই।
তারা নেইমারের দলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। বেলজিয়ামের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় ব্রাজিলের। দলের এমন পরাজয়ের পর চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসবে, স্বাভাবিক। তবে সব সমালোচনা মেনে নেওয়ার জন্য প্রস্তুত ব্রাজিল মিডফিল্ডার ফিলিপ কুতিনহো।
গতকাল কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফেভারিট ছিল ব্রাজিলই। বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় নেইমার বাহিনী। প্রথমার্ধে বেলজিয়ামের দুই গোলে এগিয়ে থাকাই কাল হয়ে দাঁড়ায় ব্রাজিলের জয়ের পথে। দ্বিতীয়ার্ধে যদিও ঘুরে দাঁড়াতে বেশ চেষ্টা চালায় কুতিনহোরা। কিন্তু দারুণ খেলেও শেষ পর্যন্ত এক গোল পরিশোধ করে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তিতের শিষ্যদের।
শিরোপা প্রত্যাশী দলটির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ে সবাই সমালোচনা করবেন, এটাই যেন অমোঘ নিয়তি। মেনেও নিয়েছেন দলের অন্যতম নির্ভরশীল তারকা কুতিনহো।
বার্সেলোনা এই তারকা বলেন, ‘আমরা ফাইনাল পর্যন্ত যেতে চেয়েছিলাম। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। দলের প্রত্যেক সদস্য তাদের পূর্ণ সামর্থ্য দিয়ে খেলেছে। আমি নিশ্চিত, আমরা সবদিক থেকেই সমালোচনার শিকার হবো। জীবন এভাবেই চলবে, এটাই ফুটবল।জয়-পরাজয় থাকবেই।’