জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় পাকিস্তানের
জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৯ উইকেটে জিতেছে সফরকারীরা। জিম্বাবুয়েকে মাত্র ৬৭ রানে গুটিয়ে দেওয়ার পর ম্যাচটি জিততে পাকিস্তানকে ব্যাটিং করতে হয়েছে মাত্র ৯.৫ ওভার।
টস জিতে ব্যাট করতে নেমে ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে তাদের ইনিংস শেষ হয়ে গেছে ৬৭ রানে। ব্যাটিং করতে পেরেছে ২৫.১ ওভার। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রানের ইনিংসটি খেলেছেন চামু চিবাম্বা। আর ১০ রানের দুটি ইনিংস এসেছে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও ওয়েলিংটন মাসাকাদজার ব্যাট থেকে। এ ছাড়া জিম্বাবুয়ের অন্য কোনো ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। ৮.১ ওভার বোলিং করে মাত্র ২২ রানের বিনিময়ে পাঁচটি উইকেট শিকার করেছেন ফাহিম আশরাফ।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়েছিল পাকিস্তান। শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন ইমাম-উল-হক। তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি পাকিস্তানকে। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নিরাপদেই দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন ফখর জামান ও বাবর আজম। ৬৯ রানের মধ্যে ৪৩ রানই এসেছে ফখর জামানের ব্যাট থেকে। আর ১৯ রান করে অপরাজিত ছিলেন বাবর আজম।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। এখন তাদের সামনে আছে হোয়াইটওয়াশের হাতছানি।