শাস্তি পেলেন রনি

ফ্লোরিডায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে পুরো দল যখন খুবই আনন্দিত তখন কিছুটা বিষণ্ণ থাকতেই হচ্ছে পেসার আবু হায়দার রনিকে।
ম্যাচে ‘বাজে ভাষা’ ব্যবহার করায় শাস্তি পেয়েছেন রনি। তাই তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৪তম ওভারে রোভমান পাওয়েল তাঁকে উড়িয়ে মারলে রনি আপত্তিকর ভাষা ব্যবহার করেন। তাই আইসিসি তাঁকে জরিমানা করে।
অবশ্য রনি দোষ স্বীকার করেছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে একই কারণে শাস্তি পেতে হয়েছে আরেক পেসার রুবেল হোসেনকে।
এদিনের ম্যাচে রনি চার ওভার বল করে ২৬ রান দিয়েছেন। কোনো উইকেট পাননি।