নিজের সেরাটুকু দিতে চান রনি

বাংলাদেশের পেসার আবু হায়দার রনি নবীন উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে অন্যতম। টি-টোয়েন্টিতে ভালো পারফরমেন্স দিয়ে নির্বাচকদের নজরে এসেছেন। তাই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে এশিয়া কাপের হাত ধরেই। দলের এবং নিজের ব্যাপারে তাই উচ্ছ্বসিত এই তরুণ বাঁহাতি বোলার।
বরাবরই অভিযোগ, বাংলাদেশ দলের ভার এখনো সিনিয়রদের কাঁধে। কিন্তু, রনি জানালেন ভিন্ন কথা। তাঁর মতে, ‘আমাদের যাঁরা সিনিয়র ব্যাটসম্যানরা আছেন মুশি ভাই, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই ভালো ফর্মে আছে। জুনিয়রদের মধ্যে আমাদের লিটন খুব ভালো খেলছে এখন। মিঠুন ভাই ভালো ফর্মে আছেন, শান্ত ভালো খেলছে। এমন না যে সিনিয়রদের সঙ্গে আমরা জুনিয়ররা সাপোর্ট দিচ্ছি না, আমরাও দিচ্ছি।’
তবে নিজেদের আরো মেলে ধরতে চান আবু হায়দার রনি এবং নিজেদের সেই সামর্থ্য আছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, ‘এটা যদি আরেকটু বেশি দিতে পারি তাহলে হয়তো আমাদের দলের জন্য ভালো হবে। সিনিয়রা নিয়মিত ভারো পারফর্ম করে যাচ্ছ, এখন আমাদের জুনিয়রদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। এখন দেখা যাচ্ছে ১০ ম্যাচ খেললে ৫টা জিতছি। আমরাও সাপোর্ট দিলে হয়তো দেখা যাবে সাত-আটটা জিতব।‘
দলে নতুন মুখ হিসেবে তাই নিজের সর্বোচ্চটা দিতে চান রনি। নবীন এই খেলোয়াড় জানান, ‘আসলে আমার নিজের আশা তো থাকবে সব ম্যাচ খেলতে পারি, ভালো করতে পারি। যে কটা ম্যাচই সুযোগ পাই যাতে আমার নিজের সেরাটা দিতে পারি। আর দলীয় লক্ষ্য যদি বলি তাহলে গ্রুপের ম্যাচ দুটোয় ভালো করে সেকেন্ড রাউন্ডে উঠতে চাই।‘
তবে এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে দুবাইয়ে। সেখানে স্বাভাবিকভাবে আবহাওয়া মানিয়ে নিতে সময় লাগবে ক্রিকেটারদের। তবে সেই ব্যাপারে চিন্তিত নন রনি। তাঁর মতে, যেকোনো পরিবেশেই ভালো খেলতে চান তাঁরা। রনি বলেন, ‘দুবাইয়ে গরম থাকবে। গরমটা হয়তো তেমন প্রভাব ফেলবে না কারণ আমরা গরমে খেলে অভ্যস্ত। কন্ডিশনও আমাদের দেশের মতোই। উইকেটে স্পিনাররা হয়তো সহায়তা পাবে, পেস বোলাররাও ওখানে ভালো বল করে। কারণ আবুধাবিতে যে উইকেটে আমরা যখন খেলেছি তখন সেখানে সবুজ ঘাস ছিল।‘
নিজের অভিজ্ঞতার পাশাপাশি জানালেন আত্মপ্রত্যয়ের কথা। তাঁর মতে, ‘যেমন আমরা পিএসএলে দেখি হয়তো কাছাকাছিই থাকবে। আমি সেখানের কন্ডিশনের অসুবিধার কথা বলব না, সুবিধার কথাই বলব। যেরকম কন্ডিশনই থাক আমাদের সেরাটা দিতে হবে। যেহেতু এশিয়াতে খেলা, আশা করি ভালোই করব।‘