দুই তরুণের অভিষেক

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে। ফলে সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশ এবং আফগানিস্তানের। আজ বৃহস্পতিবার আবুধাবির শেখ যায়েদ স্টেডিয়ামে টাইগাররা মুখোমুখি হয়েছেন আফগানদের। নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ দলে এসেছে পরিবর্তন। অভিষেক হয়েছে পেসার আবু হায়দার রনি এবং ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর।
প্রথম ম্যাচে চোটের কারণে শেষ হয়ে গেছে তামিম ইকবালের এশিয়া কাপ। মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে পাঁজরে ব্যাথা নিয়েও ১৪৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। তবে চোট দলকে ভোগাতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল অনেক আগেই। অন্যদিকে আগামীকাল শুক্রবার সুপার ফোরের প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। পরপর দুদিন ম্যাচ থাকায় সবকিছু চিন্তা করে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম এবং তরুণ তুর্কি মুস্তাফিজুর রহমানকে। দলে এসেছেন অভিজ্ঞ ক্রিকেটার মমিনুল হক এবং অভিষেক হয়েছে আবু হায়দার রনি ও নাজমুল হোসেন শান্তর।
নাজমুল হোসেন শান্তর ইতিমধ্যে টেস্টে অভিষেক হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। গত বছরের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে সেই ম্যাচে ছয় নম্বরে নেমে ৫৬ বল খেলে মাত্র ১৮ রান করতে সমর্থ হন এই ব্যাটসম্যান। তবে প্রথম শ্রেণির ম্যাচে৩ ১৮৫১ রান রয়েছে এই তরুণ টাইগারের ঝুলিতে। অন্য অভিষিক্ত খেলোয়াড় পেসার আবু হায়দার রনি আগেও মাতিয়েছেন বাংলাদেশের গ্যালারি। ১০টি টি-টোয়েন্টি ইতিমধ্যে খেলেছেন এই বাঁহাতি বোলার। প্রথম শ্রেণির ক্রিকেটে পেয়েছেন ৫৪টি উইকেট।
মাঠে নামার আগেই টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন তরুণদের উপর ভরসা রাখার কথা। সেই ভরসা কীভাবে রক্ষা করবেন অভিষিক্ত তরুণ দুই টাইগার, সেদিকেই তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ।