ব্যর্থতার বৃত্ত ভাঙল চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরুটা ভীষণ বাজেভাবে করেছে গতবারের শিরোপাজয়ী চেলসি। প্রথম পাঁচ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। সর্বশেষ দুটি ম্যাচ হেরে চেলসি চলে গিয়েছিল পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। ১৭তম অবস্থানে। তবে শেষপর্যন্ত ব্যর্থতার বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফিরেছে হোসে মরিনিয়োর শিষ্যরা। লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালকে হারিয়েছে ২-০ গোলে।
প্রথমার্ধে সমানে সমানেই লড়াই চালিয়েছিল আর্সেনাল-চেলসি। কিন্তু ৪৫ মিনিটে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্সেনালের ডিফেন্ডার গাব্রিয়েল পাউলিস্তাকে। দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে আর্সেনালকে। আর তার সুযোগ খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে চেলসি। ৫৩ মিনিটের মাথায় তারা পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলটি। সেস ফেব্রিগাসের ক্রস থেকে হেড করে আর্সেনালের জালে বল জড়িয়ে দেন চেলসির ডিফেন্ডার কুর্ট জুমা। ১০ জনের দল নিয়ে চেলসির আক্রমণ ঠেকানোর দিকেই বেশি মনোযোগ দিতে হয়েছে আর্সেনালকে। দ্বিতীয়ার্ধে আরো বেশ কয়েকবার গোলের মোক্ষম সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারছিলেন না চেলসির খেলোয়াড়রা। ৯০ মিনিটের মাথায় অবশ্য আর হতাশ হতে হয়নি চেলসি সমর্থকদের। ইডেন হ্যাজার্ড করেছেন দলের পক্ষে দ্বিতীয় গোলটি।
আর্সেনালের বিপক্ষে এই জয়ের পর নিশ্চয়ই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন প্রচণ্ড সমালোচনার মুখে থাকা চেলসি কোচ হোসে মরিনিয়ো। চেলসিরও উন্নতি হয়েছে পয়েন্ট টেবিলে। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১১তম অবস্থানে। আর ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আর্সেনাল আছে চতুর্থ স্থানে।