সাকিব-তামিমের পর যে কীর্তি গড়লেন মুশফিক
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে নিয়মিত রান করেন মুশফিকুর রহিম। মিস্টার ডিপেনডেবল নামে খ্যাত এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই ব্যর্থ ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং ওয়ানডাউনে নামা মোহাম্মদ মিঠুন। তখনই নেমে হাল ধরেছেন মুশফিক।
আজ রোববার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ানডে ক্রিকেটে মুশফিকের মোট রান ছিল চার হাজার ৯৯৩। ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করতে মাত্র সাত রান প্রয়োজন ছিল তাঁর। ব্যাটিং ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন মুশফিক। গুলবাদিন নাইবের বাউন্সারকে হুক করেছিলেন মুশফিক। তবে তা ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে শর্টে পড়ে সোজা মাঠের বাইরে চলে যায়। শর্ট লেন্থে কোনো ফিল্ডার না থাকায় কোনো বিপদ হয়নি। সেই চার রানের বদৌলতে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক। ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
ছয়টি শতক ও ২৯টি অর্ধশতক করেছেন মুশফিক। এমনকি এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের এক অসাধারণ ইনিংস খেলেন মুশফিক। তবে এশিয়া কাপ ফাইনালে আবারও উঠতে হলে আজ রোববার আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। ভক্তরা মুশফিকের ব্যাটে ভরসা রাখবেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে জয় আসবে কি না, সেটিই দেখার বিষয়।