মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়
মৌসুমের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়ে যেতে পারতেন লিওনেল মেসি। কিন্তু পেনাল্টি থেকে গোল করার মোক্ষম সুযোগ নষ্ট করায় সেটি করতে পারেননি আর্জেন্টাইন তারকা। তবে তাঁর জোড়া গোলের সুবাদে লেভান্তের বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে বার্সেলোনা। চার ম্যাচে চার জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে কাতালানরা।
প্রথমার্ধে বেশ কয়েকবারই লেভান্তের রক্ষণভাগে জোরালো আক্রমণ চালিয়েছিলেন বার্সেলোনার তারকারা। কিন্তু লেভান্তেও নিজেদের রক্ষণভাগটা সামলেছে খুব দারুণভাবে। ফলে প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবেই। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে মাঠে নামে বার্সেলোনা। ৫০ মিনিটের মাথায় মেসির পাস থেকে বল পেয়ে বার্সেলোনার পক্ষে প্রথম গোলটি করেন মার্ক বাত্রা। ৫৬ মিনিটে বার্সার দ্বিতীয় গোলটি আসে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সৌজন্যে। ৬১ মিনিটে পেনাল্টি থেকে মেসি করেন এই ম্যাচে নিজের প্রথম গোল। ৬৬ মিনিটে একটি গোল শোধ করে লেভান্তে। গোল করেন বদলি হিসেবে মাঠে নামা স্প্যানিশ ফরোয়ার্ড ভিক্টর কাসাডেসাস। ৭৬ মিনিটের মাথায় মেসি হারান পেনাল্টি থেকে আরো একটি গোল করার মোক্ষম সুযোগ। এ সময়ের অন্যতম সেরা ফুটবলারের শটটি চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে। এই শোক ভোলার জন্যই মনে হয় ৯০ মিনিটে আরেকটি গোল করেন মেসি।
চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ, ভিলারিয়াল ও সেল্টা ভিগো। তিন দলের পাশেই জমা হয়েছে ১০ পয়েন্ট। আর ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।