রোনালদোর অভাব অনুভব করছে না লা লিগা

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ায় লা লিগায় কোনো প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন লা লিগার সভাপতি জেভিয়ের তেবাস। পর্তুগিজ তারকা জুভেন্টাসে প্রায় ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করেন। তবে একই ঘটনা চার বছর আগে ঘটলে প্রভাব বেশি পড়ত বলে মন্তব্য করেছেন তেবাস।
ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস জানান, ‘আমরা কোনো খেলোয়াড় বা ক্লাবের ঊর্ধ্বে থেকে লা লিগার প্রসারে কাজ করেছি। এক থেকে দশের মধ্যে যদি নম্বর দিতে বলা হয়, চার বছর আগে রোনালদো চলে যাওয়ার প্রভাবকে আমি দশে নয় দিতাম। এখন একে আমি তিন কিংবা চার দেব।’
তবে লা লিগা রোনালদোকে ছাড়া ভালো চললেও টুর্নামেন্টে সবচেয়ে ভালো কোচদের চান তেবাস। তিনি বলেন, ‘সবচেয়ে ভালো খেলোয়াড় ও ম্যানেজার থাকলে আমার ভালো লাগবে। উদাহরণ হিসেবে, মরিনহো ও গার্দিওলাকে পেলে ভালো লাগবে।’
প্রিমিয়ার লিগের সঙ্গে লা লিগার তুলনা করে তেবাস বলেন, ‘আমরা প্রিমিয়ার লিগের কৌশলের দিকে তাকালে দেখতে পাই, মাইকেল ওয়েনের পর থেকে ব্যালন ডি’অর কেউ পায়নি। ওয়েন এখন কিংবদন্তিদের হয়ে খেলেন। এমনকি সেরা ১১ খেলোয়াড়ের অধিকাংশ খেলোয়াড়ই তাঁদের নয়। যদিও ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আয় করে তারা। এটাই প্রমাণিত হয়, সেরা লিগ হতে হলে সেরা খেলোয়াড় থাকা জরুরি নয়।’