হঠাৎ স্থগিত সাফ ফুটবল

স্থগিত করা হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। চলতি বছর জুনে অনুষ্ঠিত হওয়ার ছিল সাফের পরবর্তী আসর। কিন্তু, শঙ্কা ছিল শুরু থেকে। ভেন্যু ও স্পন্সরশিপ নিয়ে জটিলতা থাকায় সাফ কর্তৃপক্ষ শঙ্কায় ছিল। শেষ পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিতের কথা আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে সাফ কর্তৃপক্ষ।
২০২৬ সালে টুর্নামেন্টটি আয়োজনের কথা ভাবছে সাফ। তবে, আগামী বছর অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। সেটি মাথায় রেখে তারা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট পরিচালনার কথা ভাবছে। যদিও, এই ব্যাটারে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করার কথা জানানো হয়েছে সাফের পক্ষ থেকে।
সাফ জানিয়েছে, এবারের চ্যাম্পিয়নশিপ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেভাবে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। সাফের সদস্য সংস্থা ও অংশীদাররা সম্মিলিতভাবে মত দেয়, এই প্রতিযোগিতা সুন্দরভাবে আয়োজনের জন্য আরও প্রস্তুতির দরকার।
১৫তম সাফে প্রাথমিকভাবে শ্রীলঙ্কাকে স্বাগতিক হিসেবে ধরা হয়েছিল। কিন্তু, পছন্দের তালিকায় বাংলাদেশ ও ভারত ছিল ওপরের দিকে। তা নিয়ে তৈরি হয় জটিলতা। টুর্নামেন্ট স্থগিতের পেছনে যা বড় প্রভাব রেখেছে।