এবার যৌন হয়রানি নিয়ে সোচ্চার আইসিসি

নারীদের ক্রিকেট টুর্নামেন্ট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এমনকি কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে প্রমীলা ক্রিকেট দলগুলোর টি-টোয়েন্টি র্যাঙ্কিং। তবে গত দেড় বছরে অনেক যৌন হয়রানির ঘটনা নজরে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। তাই যৌন হয়রানির ঘটনা রোধে এবার নীতি প্রণয়নের লক্ষ্যে মাঠে নেমেছে আইসিসি। আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এই নীতির প্রয়োগ ঘটাতে চায় আইসিসি। আজ বুধবার সিঙ্গাপুরে এই ব্যাপারে বৈঠক করেছে তারা।
এমন নীতিমালার প্রশ্ন এসেছে গত দেড় বছরে নয়টি যৌন হয়রানিমূলক ঘটনা থেকে, যার মধ্যে ঘরোয়া ক্লাবে মহিলা ফিজিওকে হেনস্তা, নারী সাংবাদিকদের হেনস্তা, আন্তর্জাতিক ম্যাচে ভক্তদের গালিগালাজ, টিভি পরিচালকের দুজন নারী ধারাভাষ্যকারকে যৌন হয়রানি এবং কোচ কর্তৃক নারী নির্যাতনের ঘটনাও আছে।
আইসিসির প্রধান কার্যনির্বাহী অফিসার ইয়ান হিগিন্স বলেন, ‘এমন ঘটনা সহ্য করা যায় না। আগামী আইসিসি প্রমীলা ট-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এমন ঝুঁকি নিরসনের জন্য নতুন নীতি তৈরি করে সেগুলো প্রয়োগ করা জরুরি।’
নীতিমালায় যৌন, শারীরিক, মানসিক কিংবা যেকোনো ধরনের নির্যাতন, হয়রানি, অশ্লীলতা, অত্যাচার, অনাকাঙ্ক্ষিত শারীরিক সম্পর্ক, গুপ্তচরবৃত্তি, কটূক্তি, কৌতুক, পর্নগ্রাফির প্রকাশ বা যৌন উত্তেজক যেকোনো কিছুর ব্যাপারে আলোচনা হবে। এগুলো যেকোনো বয়সের ক্রীড়াবিদের জন্য প্রযোজ্য হবে। এমনকি গণমাধ্যমের বিষয়টিও নজরে রাখা হয়েছে।