আবার নেতৃত্বে সৌম্য

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ঢাকায়। গতকাল মঙ্গলবার ঢাকায় আসা দলটি আগামী রোববার স্বাগতিক বাংলাদেশের ব্পিক্ষে প্রথম মাঠে নামবে। তার আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে অতিথি দলটি। এ ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্বে থাকবেন ওপেনার সৌম্য সরকার। অবশ্য তিনি এখন জাতীয় দলের বাইরে।
আজ বুধবার বিসিবি একাদশের নাম ঘোষণা করা হয়েছে। এই ম্যাচের দলে আছেন আসন্ন এই সিরিজের দলের জায়গা না পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত ও জাতীয় লিগে ভালো খেলা মিজানুর রহমান। এছাড়া জিম্বাবুয়ে সিরিজের নতুন মুখ ফজলে রাব্বি এবং অলরাউন্ডার সাইফউদ্দিন।
আগামী শুক্রবার বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বিসিবি একাদশ।
এর আগেও বিসিবি একাদশের নেতৃত্ব দিয়েছিলেন সৌম্য, ২০১৬ সালের অক্টোবরে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচে।
বিসিবি একাদশ : সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, সাইফউদ্দীন, ইয়াসিন মিশু, ইবাদত হোসেন, মোরশেদুল আখতার ও নাঈম হাসান।