শোয়েব-সানিয়ার সন্তান কোন দেশের নাগরিক?
গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের পরিবারের নতুন সদস্য এসেছেন মাত্র দুদিন আগে। দুই ক্রীড়া ব্যক্তিত্বের পরিবারে একটি পুত্র আসায় খুশি দুই দেশের ভক্তরাও। সানিয়া ও শোয়েব তাঁদের পুত্রের নাম রেখেছেন ইজহান মির্জা মালিক। তবে এরই মধ্যে পাকিস্তানি গণমাধ্যমে জানানো হয়েছে, পাকিস্তানের নাগরিকত্ব পাবে না ইজহান।
গত মঙ্গলবার পুত্র হওয়ায় আনন্দিত শোয়েব টুইটারে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি : আমাদের ছেলে হয়েছে এবং আমার মেয়ে (সানিয়া) ভালো আছে এবং আগের মতোই সমর্থ রয়েছে। # আলহামদুলিল্লাহ দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সম্মানিত বোধ করছি #বেবিমির্জামালিক।’ উর্দুতে তাঁদের পুত্রের নাম ‘ইজহান’-এর অর্থ ‘সৃষ্টিকর্তার উপহার’।
ছয়বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী সানিয়া মির্জা হায়দরাবাদের রেইনবো হাসপাতালে সন্তান প্রসব করেন। ২০১০ সালের ১২ এপ্রিল হায়দরাবাদের মুসলিম রীতিতে তিনি পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির (এফ আইএ) সূত্রে জানানো হয়েছে, একজন ভারতীয় নাগরিককে পাসপোর্ট এবং প্রবাস আইনের অধীনে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া যায় না। শোয়েব মালিককে বিয়ে করার পর ভারতের নাগরিকত্ব ছেড়ে দেননি সানিয়া মির্জা।
গত সেপ্টেম্বরে শোয়েব পাকিস্তানে সাংবাদিকদের বলেন, ‘নাগরিকত্ব কোনো বিষয় নয়। এটি পাকিস্তানি বা ভারতীয় কোনো নাগরিকত্বই নিবে না।’ এ বছরের শুরুতে সানিয়া জানিয়েছিলেন, সন্তানের নামের বংশগত অংশে শুধু ‘মালিক’ নয়, ‘মির্জা-মালিক’ থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯টি দেশের সঙ্গে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে চুক্তি আছে পাকিস্তানের। তবে সেই দেশগুলোর তালিকায় নেই ভারত।