সোলারির ছোঁয়ায় অবশেষে দাপুটে জয় রিয়ালের
খুব একটা ভালো সময় যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোর প্রথম ম্যাচেই বার্সেলোনার কাছে ৫-১ গোল ব্যবধানে হেরেছিল তারা। ফলে চাকরি হারিয়েছেন কোচ জুলেন লোপেতেগুই। তবে অন্তর্বর্তীকালীন কোচ সেন্টিয়াগো সোলারি দায়িত্ব নেওয়ার পরেই কোপা দেল রেতে মেলিলার বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল।
সেরা ৩২ এর ম্যাচে মেলিলাকে ৪-০ গোল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় সারির দল হওয়ায় সোলারি বিশ্রাম দিয়েছিলেন গ্যারেথ বেল এবং লুকা মদ্রিচকে। তবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েই আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় রিয়াল।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ২৮ মিনিটের মাথায় গোল করেন কারিম বেনজেমা। ব্যবধান দ্বিগুন হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়েই। দারুণ গোল করে দলকে এগিয়ে দিয়েছেন মার্কো অ্যাসেনসিও। তবশ্য মেলিলা রক্ষণভাগে মনোযোগ দিয়েছে বাকি সময়টুকু। অন্যদিকে দ্বিতীয়ার্ধেও সুযোগ সৃষ্টি করতে পেরেছিল রিয়াল। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে গোল ব্যবধান বাড়াতে সফল হয় তারা। ৭৯ মিনিটের মাথায় আলভারো অদ্রিওসোলার গোল রিয়ালকে বড় জয়ের সুবাতাস দিতে শুরু করে। চতুর্থ গোল আসে ক্রিস্তো গনজালেজের পা থেকে, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে।
মেসিবিহীন বার্সেলোনার কাছে ৫-১ ব্যবধানে হারার পর এমন জয় ভক্ত ও কোচ সোলারিকে তো বটেই, স্বস্তি দিবে রিয়ালের কর্তাব্যক্তিদেরও।