নাঈম-তাইজুলের প্রশংসায় সাকিব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/24/photo-1543061861.jpg)
বছরের শুরুতেই ত্রিদেশীয় সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই চোট সম্পূর্ণ সেরে ওঠার সুযোগ না পাওয়ায় শেষ পর্যন্ত অনেক ভুগতে হয়েছে সাকিবকে। এমনকি সংক্রমণ বাড়তে শুরু করার কারণে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। তবে এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের টেস্ট সিরিজ দিয়েই দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক। তাঁর অসাধারণ নেতৃত্বে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৬৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে মুমিনুল করেছেন দুর্দান্ত এক শতক। ১২০ রানের সেই ইনিংস এবং ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও সাকিবের ছোট ছোট ইনিংসের সুবাদে এবং শেষ পর্যন্ত তাইজুল-নাঈমের ৬৫ রানের জুটিতে ৩২৪ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। বোলিং ইনিংসে অভিষেকেই পাঁচ উইকেট পেয়েছিলেন নাঈম হাসান। স্বরূপে সাকিব ম্যাচে ফিরেছেন তিন উইকেট পেয়ে। ৭৮ রান লিড নিয়ে ম্যাচ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করে অল আউট হলে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২০৪ রান। তবে ছয় উইকেট নিয়ে তাইজুল এবং সাকিব এবং মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নিয়ে মাত্র ১৩৯ রানে গুটিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ফলে ৬৪ রানে জয় পেয়েছে টাইগাররা।
ম্যাচ জয়ের পর সাকিব বলেন, ‘প্রথম ইনিংসে অসাধারণ খেলেছে নাঈম। তাইজুল ও নাঈমের ছোট জুটি অনেক কাজে এসেছে। মুমিনুল সবসময়ই দারুণ খেলে। আমরা ছোট ছোট লড়াইগুলোতে জয় পেয়েছি, এটিই পার্থক্য গড়ে দিয়েছে।’
তবে শুধু দলকে নেতৃত্ব দিয়েই জয় এনে দিয়েই ক্ষান্ত হননি সাকিব। সবচেয়ে কম টেস্ট খেলে ৩০০০ রান এবং ২০০ উইকেটের অধিকারী প্রথম বাংলাদেশি খেলোয়াড়ের খেতাবও পেয়েছেন তিনি। এই ব্যাপারে সাকিব বলেন, ‘আমি যা করি, আমার দলের জন্য করি। হয়তো বেশ কয়েক বছর খেলব, আরো সফলতা আসবে।’