মুম্বাইয়ের হয়ে নিজেকে প্রমাণ করবেন যুবরাজ
আইপিএলের নিলামের তালিকায় থাকা তারকা যুবরাজ সিং অবিক্রিত ছিলেন। এক সময়ের মারকুটে এই ব্যাটসম্যান গত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে তেমন ভালো করতে পারেননি। তাই এবার তাঁর প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি। তবে মুম্বাই ইন্ডিয়ানসের মালিক আকাশ আম্বানি ভিত্তিমূল্য এক কোটি রুপিতেই দলে নিয়েছেন যুবরাজকে। মুম্বাই দলে প্রথমবার সুযোগ পাওয়া এই তারকা আশাবাদী নিজেকে প্রমাণ করেই আস্থার প্রতিদান দিতে চান তিনি।
মুম্বাই দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যুবরাজ বলেন, ‘আমি সবসময় এমন একটি দলে খেলতে চেয়েছি, যে দলে আমাকে সমর্থন দেবে। মুম্বাই তেমনই একটি দল, এমন দলেই আমি সুযোগটি চেয়েছিলাম। দশ বছর ধরে মুম্বাইয়ে থাকার পর এই সুযোগ এসেছে। আশা করছি এই মৌসুমটা ভালো কাটবে আমার।’
আগের আসর সম্পর্কে যুবরাজ বলেন, ‘গত আসরে আমি ভালো খেলতে পারিনি। তাই এবার কঠোর পরিশ্রম করছি, আমার বিশ্বাস এটিই আমাকে সাহায্য করবে। আমি সবাইকে নিয়েই খেলতে চাই। বারিন্দার স্রাণ, আনমোল প্রীতের মতো তরুণরা আছে দলে। আশা করছি তারাও ভালোভাবে জ্বলে উঠবে।’
সম্প্রতি ডেভিড ওয়ার্নার ও রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে আইপিএলের আসরে মাঠে নেমেছিলেন যুবরাজ। এবার অভিজ্ঞ রোহিত শর্মার নেতৃত্বে খেলবেন তিনি। সেখানে নিজেকে মানিয়ে নিয়ে আগের মতো জ্বলে উঠবেন কিনা, সেটির জবাব মাঠেই দিতে চান যুবরাজ।