পুজারার শতকে ভারতের বিশাল সংগ্রহ
প্রথম দিন শেষে বেশ শক্ত অবস্থানে ছিল ভারত, ২ উইকেটে ২১৫ রান তুলে বড় সংগ্রহ গড়ার আভাস দিয়েছিল তারা। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারী ভারত শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়েছে। বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারার ব্যাটে ভর করে ৪৪৩ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা।
কোহলি মাত্র ১৮ রানের জন্য সেঞ্চুরি না পেলেও তিন অঙ্ক ছুঁয়েছেন পুজারা। পুজারা ৩১৯ বল খরচায় ১০৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। এটি তাঁর ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি। এই শতক করে টপকে গেলেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। টেস্ট ক্রিকেটে ১৬টি শতক সৌরভের।
ম্যাচে হনুমা বিহারি ও রবীন্দ্র জাদেজা ছাড়া সবাই রান পেয়েছেন। কোহলি ২০৪ বলে ৮২ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে অভিষিক্ত মায়াঙ্কের (৭৬)। রান পেলেন রোহিত শর্মাও (৬৩)। সব মিলিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষের আগে ভারত ৭ উইকেট হারিয়ে ৪৪৩ রান করে।
প্যাট কামিন্স ৩৪ ওভার বল করে ৭২ রান খরচায় ৩ উইকেট নিয়েও প্রতিপক্ষের বড় সংগ্রহের খুব একটা বাধা হতে পারেননি। আর পেসার মিচেল স্টার্ক ৮৭ রানে পান দুই উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ছয় ওভার খেলে ৮ রান করে স্বাগতিক অস্ট্রেলিয়া।