আবারও বিসিএলে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

টানা দ্বিতীয়বার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল। আসরের ষষ্ঠ ও শেষ রাউন্ডে নয় উইকেটের বড় ব্যবধানে উত্তরাঞ্চলকে হারিয়ে এই শেরোপা জেতে তারা। আসরে এটি তাদের মোট চতুর্থ শিরোপা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ২৯৩ রান করে। জবাবে দক্ষিণাঞ্চল তাদের প্রথম ইনিংসে করে ৫৪১ রান। দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চল ২৮০ রান করলে জয়ের জন্য দক্ষিণাঞ্চলের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৩ রান। ছোট লক্ষ্য তাই মাত্র এক উইকেট হারিয়ে জয়ের উল্লাস করে দক্ষিণাঞ্চল।
প্রথম ইনিংসে ৬৯ রানে সাত উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে পাঁচ উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন স্পিনার আব্দুর রাজ্জাক। তাই ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।
এই ম্যাচে ১২ উইকেট নিয়ে এবারের বিসিএলে সবচেয়ে বেশি উইকেট শিকারিও হয়েছেন রাজ্জাক। তিনি ঝুলিতে নিয়েছেন ৩৪ উইকেট।
প্রথমবারের মতো বিসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক। দক্ষিণাঞ্চলের এই ওপেনারের সংগ্রহ ৬৫৮ রান।
বিসিএলের রোল অব অনার :
মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ
২০১২-২০১৩ মধ্যাঞ্চল উত্তরাঞ্চল
২০১৩-২০১৪ দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল
২০১৪-২০১৫ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল
২০১৫-২০১৬ মধ্যাঞ্চল পূর্বাঞ্চল
২০১৬-২০১৭ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল
২০১৭-২০১৮ দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল
২০১৮-২০১৯ দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল