রাজশাহীর সামনে ঢাকার বড় সংগ্রহ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/05/photo-1546690892.jpg)
টসে হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা ডায়নামাইটস। তবে কখনো কখনো হারটাও যে ভালো হয়, সেটা বোঝা গেছে হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাটিং দেখে। এই আফগান খেলোয়াড়ের খুনে ব্যাটিংয়ে রীতিমতো নাকাল অবস্থা হয়েছে রাজশাহী বোলারদের। তাঁর ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে আসরের সাবেক চ্যাম্পিয়নরা বড় সংগ্রহ গড়ে।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা নির্ধারিত ওভারে ১৮৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। জাজাই মাত্র ১৭ বলে ৪৮ রান করেন, আর শেষ পর্যন্ত ৪১ বলে ৭৮ রানের চমৎকার ইনিংসটি খেলে দলের বড় সংগ্রহ গড়ে দিতে রাখেন মূল্যবান অবদান। দারুণ খেলেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান সুনীল নারিন (৩৮)।
ঢাকার ব্যাটসম্যানদের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি রাজশাহীর বোলাররা। রীতিমতো অসহায় মনে হয়েছে তাদের। অবশ্য আরাফাত সানি ৩ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট পান।
এর আগে দিনের আরেক ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়েছে চিটাগং ভাইকিংস। মাশরাফির রংপুরের করা ৯৮ রানের জবাবে চিটাগংকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সাত উইকেট হারাতে হয়েছে। তবে অধিনায়ক মাশরাফি দারুণ বল করেছেন। চার ওভার বল করে ২৪ রান দিয়ে পান দুই উইকেট।