সাফল্যের ধারাবাহিকতায় সেরা হতে চান সাকিব
বিপিএলের সবচেয়ে সফল দল ঢাকা ডায়নামাইটস। এখন পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন তারা, এবারও দুর্দান্ত শুরু করেছে। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। দলের এমন সূচনাতে সন্তুষ্টি প্রকাশ করলেও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্টের শিরোপা জিততে চান তারা।
দলের অধিনায়কত্ব করতে পেরে গর্বিত সাকিব বলেন, ‘দেশসেরা সব ক্রিকেটারই খেলতে চায় ঢাকা দলে। এমন দলের অংশ হওয়া যে কোনো ক্রিকেটারেরই বড় সৌভাগ্য।’
শিরোপার অন্যতম দাবিদার দলটি প্রথম দুই ম্যাচে খেলেছে নিখুঁত ক্রিকেট। তবু দলের উন্নতির সুযোগ দেখছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার, ‘কিছু কিছু জায়গায় এখনো উন্নতি করা দরকার আমাদের। টি-টোয়েন্টি ক্রিকেটে বড় সাফল্য পেতে চাইলে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। আশা করছি দলের ভালো পারফরম্যান্স প্রথম দুটি ম্যাচের মতো আগামী ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে।’
আন্দ্রে রাসেল, কায়েরন পোলার্ড, সুনীল নারিনদের মতো তারকাদের ভিড়ে আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই অনেকটাই অপরিচিত মুখ। কিন্তু বিস্ফোরক ব্যাটিং করে দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন এই আফগান তরুণ। ঢাকার মতো দলের পক্ষে খেলতে পারাটা নিজের জন্য অনেক বড় পাওয়া মনে করছেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এমন পারফরম্যান্স ধরে রাখতে চাই। দলের জন্য ভালো খেলতে পারাটা খুব আনন্দের। আশা করি আমার ভালো ফর্মটাকে সামনে নিয়ে যেতে পারব।’