বড় সংগ্রহ গড়তে পারল না মিরাজের রাজশাহী
আগের ম্যাচেই খুলনা টাইটানসের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল রাজশাহী কিংস। মাহমুদউল্লাহর দলকে হারিয়েছিল সাত উইকেটের বড় ব্যবধানে। ঠিক পরের ম্যাচে মেহেদী হাসান মিরাজের দল প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেনি। তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে গড়েছে মাত্র ১২৪ রান।
আজ শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই যে বিপর্যয়ে পড়ে তা আর কাটিয়ে উঠতে পারেনি। কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দুজন মাত্র কিছুটা দৃঢ়তা দেখিয়েছেন। এ ছাড়া অন্যরা ছিলেন আসা-যাওয়ার দলে।
অধিনায়ক মিরাজ ওপেনিংয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৭ বলে ৩০ রানের চমৎকার একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। কিছুটা চেষ্টা করেন তরুণ জাকির হাসান, ২৬ বলে ২৭ রান করেন। আর উদানা করেন অপরাজিত ৩২ রান।
রাজশাহীর ব্যাটিংয়ের সামনে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছেন পাকিস্তানি স্পিনার শহীদ আফ্রিদি ও বাংলাদেশি পেসার সাইফউদ্দিন। আফ্রিদি চার ওভার বল করে মাত্র ১০ রান খরচায় তিন উইকেট পান। আর সাইফ তিন ওভারে ২৫ রানে দুটি উইকেট নেন। এ ছাড়া আবু হায়দার রনি ২.৫ ওভারে ৩৭ রান দিয়ে দুটি উইকেট পান।
রাজশাহী এর আগে আসরের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে ৮৩ রানের বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে হারায় সাত উইকেটের বড় ব্যবধানে।
আর কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে চার উইকেট হারালেও দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে নয় উইকেটের বড় ব্যবধানে হেরে যায়।