একটা বড় ইনিংসের অপেক্ষা শুধু তামিমের
পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। সিলেট পর্বে প্রথম দিনে স্বাগতিক সিলেট সিক্সার্সকে আট উইকেটে উড়িয়ে দিয়েছে তাঁরা। কিন্তু এবারের বিপিএলে হাসছে না দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ তামিম ইকবালের উইলো। তাঁর এমন পড়তি ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট আর সমর্থকরা বেশ চিন্তিত। গতকাল ম্যাচ শেষে কুমিল্লার হয়ে সংবাদ সম্মেলনে আসা বাঁহাতি এই ব্যাটসম্যানের দিকে অবধারিত ভাবেই প্রশ্ন ছুটে গেল নিজের ফর্মহীনতার বিষয়ে।
তবে ডাউন দা উইকেটে এসে আত্মবিশাসী লফটেড শট খেলার মতো করে সব প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম। জানিয়েছেন, নিজের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিন নন তিনি। তবে ফর্মহীনতার কথা স্বীকার করে বলেছেন, ‘আমার ব্যাটিং ভালো হচ্ছে না এটা সত্যি। তবে আমি মোটেই এ নিয়ে দুর্ভাবনা করছি না। কারণ সবসময় একজন ব্যাটসম্যান রানে থাকে না।’
নিজেদের প্রথম ম্যাচে ৩৪ রান করার পর উল্লেখযোগ্য আর কোনো স্কোর করতে পারেননি। ক্যারিয়ারের বিরল ঘটনার জন্ম দিয়ে গত দুটি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। তবে তামিম বলছেন ফর্মে ফেরা সময়ের ব্যাপার মাত্র। আত্মবিশ্বাসের সুরে বলেছেন, ‘হয়তো একটি বড় স্কোর পেলেই সব বদলে যাবে। তবে আগামী কয়েকটা ম্যাচে রান না পেলেও আমি খুব বেশি ভেঙে পড়ব না। শুধু নিজের খেলার দিকে মনোযোগ ঠিক রেখে চেষ্টা চালিয়ে যাব। সাফল্য আসবেই।’
স্টিভেন স্মিথ চলে যাওয়ার পর সবাই ভেবেছিল আগের আসরে নেতৃত্ব দেওয়া তামিমই অধিনায়কত্ব করবেন। তবে নেতৃত্বের জোয়ালটা শেষ পর্যন্ত কাঁধে উঠেছে ইমরুল কায়েসের। কায়েসের অধিনায়কত্বের প্রশংসা করে বলেছেন, ‘স্থানীয় খেলোয়াড়দের বড় মঞ্চে আরো বেশি করে সুযোগ দেওয়া উচিত। এত বড় আসরে ইমরুল হয়তো প্রথমবার নেতৃত্ব দিচ্ছে। তবে ওর অধিনায়কত্বে তিন ম্যাচের দুটিতেই জিতেছি আমরা। নেতৃত্বে বেশ ভালোই করছে ও।’