সিলেটে আটক ভারতীয় জুয়াড়ির জেল
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আটক এক ভারতীয় জুয়াড়িকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিপিএলের ম্যাচ চলাকালীন ইমরান পশর নামে আটককৃত এই জুয়াড়ির এক মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ভারতের বিহার রাজ্যের অধিবাসী।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী বলেন, ‘বাংলা বলতে পারেন না এই জুয়াড়ি। তবে মাঠে থেকে হিন্দি ভাষায় বেশ কয়েকবার ভারতে অবস্থানরত কয়েকজনের সাথে জুয়ার দেনদরবার করেছে সে। আমরা ঘটনা নিশ্চিত হওয়ার পর সাজা দিয়েছি তাঁকে।’
সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিকের পাসপোর্ট বা অন্য কোনো নথি জব্দ করা যায়নি। তবে ম্যাজিস্ট্রেট বলেছেন, ‘ধরা পড়া অপরাধী তাঁর অপরাধ স্বীকার করেছে। এমন ভুলের আর পুনরাবৃত্তি হবে না মর্মেও কথা দিয়েছে সে।’
বিপিএলে জুয়া বা বাজি একেবারেই বেআইনি। গত বছর জানুয়ারিতে আন্তমন্ত্রণালয় সভায় বিপিএলে বাজি বা জুয়ার বিরুদ্ধে যেকোনো মুহূর্তে অভিযান পরিচালনার জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়।