ঢাকার বিপক্ষেও ছোট সংগ্রহ মিরাজের রাজশাহীর
সিলেটে আগের ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন রাজশাহী ব্যাটসম্যানরা। খুলনা টাইটানসের বিপক্ষে মাত্র ১০৩ রানে ইনিংস গুটিয়ে নিয়েছিলেন তারা। তাই দলে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয় মেহেদী হাসান মিরাজের দল। এতেও খুব একটা সাফল্য আসেনি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে গড়েছে ছোট সংগ্রহ, ১৩৬ রান।
মুমিনুল হকের বদলে একাদশে নামা শাহারিয়ার নাফিস ২৫ এবং সৌম্য সরকারের বদলে নামা মার্শাল আইয়ুব ৪৫ রান করেন। রাজশাহী হয়ে এই দুটি ইনিংসেই সর্বোচ্চ। এদিন ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলীয় দুই রানের মাথায় মাত্র এক রান করে সাজঘরে ফিরেন তিনি।
ঢাকার হয়ে সুনীল নারিন ছিলেন সবচেয়ে সফল বোলার। চার ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। এ ছাড়া রুবেল হোসেন, আন্দ্রে রাসেল ও আলিস ইসলাম নেন একটি করে উইকেট।
রাজশাহী এর আগে পাঁচ ম্যাচ খেলে দুটিতে জিতেছে, তিনটিতে হেরেছে। তারা চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। চার ম্যাচে আট পয়েন্ট নেওয়া ঢাকা ডায়নামাইটস রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।