মায়ের জন্য উদানার ভালোবাসা
মাত্র ১৩৭ রানের টার্গেটে তৃতীয় ওভারে ব্যাট করছিল ঢাকা ডায়নামাইটস। বোলিংয়ে তখন প্রথম ওভারে ১১ রান দেওয়া শ্রীলঙ্কান ইসুরু উদানা। ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কারে উপড়ে ফেললেন আফগান ব্যাটসম্যান হযরতুল্লাহ জাজাইয়ের লেগস্ট্যাম্প। আর আউট করার পরই অন্যরকম এক উদযাপনে মেতে উঠলেন এই বাঁহাতি পেসার। ব্যাটসম্যানকে বোল্ড হতে দেখে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে নিজের পিঠে জার্সিতে লেখা ‘হিমা’ নামের দিকে ইংগিত করলেন। পরে দুই হাত এক করে ভালোবাসার চিহ্ন আঁকলেন।
তবে ‘হিমা’ উদানার মায়ের নাম। অভিনব এক আইডিয়ায় এই ম্যাচে নিজেদের মায়ের নাম লেখা জার্সি পরে মাঠে নামে রাজশাহীর খেলোয়াড়রা। মায়ের প্রতি সম্মান আর ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাতে এমন দিনে উইকেট পেয়ে আর ভুল করেননি উদানা। মোক্ষম সুযোগের সদ্ব্যবহার করেছেন চমৎকার উদযাপনে।
উদানার এমন অসাধারণ উদযাপন সবার আবেগ ছুঁয়ে গেছে। আর মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের দিনে উজ্জীবিত রাজশাহীর খেলোয়াড়রা অল্প পুঁজি নিয়েও দুর্দান্ত লড়াই করেছেন।