বিপিএল শেষ হয়ে গেল ওয়ার্নারের?
গতকাল সন্ধ্যায়ই সিলেট সিক্সার্সের হয়ে খেলেছেন মনোমুগ্ধকর এক ইনিংস। বাংলাদেশসহ সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের অবাক করে দিয়ে ক্রিস গেইলের বলে ডানহাতে ব্যাট করে চমক সৃষ্টি করেছেন। মাত্র ৩৬ বল থেকে ৬১ রান করে ডেভিড ওয়ার্নার ফিল্ডিংটাও করেছেন নিজের শতভাগ উজাড় করে দিয়ে। কিন্তু ম্যাচ জিতে আসার পরের দিনই বিরাট এক দুঃসংবাদ পেল তাঁর দল। কনুইয়ের ইনজুরিতে পড়ে বিপিএল থেকেই ছিটকে গেলেন সিলেট অধিনায়ক। সংবাদমাধ্যম ‘কুরিয়ার মেইলে’র বরাত দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকইনফো জানিয়েছে, আগামী ২১ জানুয়ারিই দেশে ফিরে যেতে হচ্ছে ওয়ার্নারকে।
এর আগে অস্ট্রেলিয়ান তারকা খেলোয়াড় স্টিভেন স্মিথও একই ধরনের ইনজুরির কারণে মাত্র দুই ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ককে রীতিমতো অস্ত্রোপচার করাতে হয়েছে দেশে ফিরে। কিন্তু ওয়ার্নারের ইনজুরিটা সিলেট শিবিরের জন্য আরো বড় দুঃসংবাদ হয়ে এসেছে। কুমিল্লায় স্মিথ চলে গেলেও আফ্রিদি, থিসারা পেরেরাদের মতো ম্যাচ জেতানো বিদেশি পারফর্মাররা আছেন। কিন্তু সিলেটের দলটার প্রাণভোমরাই যে ওয়ার্নার। প্রথমবার বিপিএল খেলতে এসেই পাঁচ ম্যাচে করেছেন দুটি ফিফটি। চার ম্যাচে তিনটিতে হেরে যাওয়া দলটি পঞ্চম ম্যাচে গতকাল শক্তিশালী রংপুরকে হারিয়ে মাত্রই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল।
কুমিল্লার বিপক্ষে ৬৮ রানে অলআউট হয়ে যাওয়া দলটাকে গতকাল দারুণভাবে উজ্জীবিত করেছিলেন অধিনায়ক ওয়ার্নার। মাশরাফিদের বিপক্ষে নিজে না নেমে চমক দেখিয়ে ওপেনিংয়ে লিটনের সঙ্গে পাঠিয়েছিলেন সাব্বির রহমানকে। ওয়ানডাউনে নেমেছেন সাব্বিরের আউটের পর। বাঁহাতি ব্যাটসম্যান হয়েও ম্যাচের ১৯তম ওভারে গার্ড নিয়ে ডানহাতে ব্যাট করে ক্রিস গেইলের তিন বল থেকে করেছেন ১৪ রান। দলটাকেও অসাধারণ দক্ষতায় নেতৃত্ব দিয়ে হাসিমুখে জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন।
কিন্তু এতসব চমক দেওয়ার পর আজ অনাকাঙ্ক্ষিত সংবাদ পেতে হলো সিলেট শিবিরকে। বিপিএলের দর্শকদের জন্যও বড় হতাশা হয়ে এসেছে ওয়ার্নারের দেশে ফেরার খবর। তবে ২১ জানুয়ারির আগে আরো দুটি ম্যাচ আছে সিলেট সিক্সার্সের। তাদের টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, হয়তো দুটি ম্যাচেই খেলবেন ওয়ার্নার।