সাকিবের ঢাকার সামনে সিলেটের ১৫৯ রানের চ্যালেঞ্জ
আগের ম্যাচেই রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ জয় পেয়েছে সিলেট সিক্সার্স। হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়ে এবার ঢাকা ডায়নামাইটসের মোকাবিলায় নামে তারা। আসরের অন্যতম ফেভারিট দলটির বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৮ রান করে সিলেট।
আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের চমৎকার একটি ইনিংসের ওপর ভর করে স্থানীয় দলটি এই মাঝারি সংগ্রহ গড়ে। অসি এই ক্রিকেটার ৪৩ বলে ৬৩ রান করেন। এ ছাড়া লিটন দাস ২৭ ও জাকির আলি ২৫ রান করেন।
আসরে এর আগে পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে ঢাকা। সমান ম্যাচে দুই জয় ও তিন হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে সিলেট।
ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, রনি তালুকদার, মিজানুর রহমান, মোহাম্মদ নাঈম, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, আল ইসলাম, এন্ড্রু বিরচ, ডারউইচ রাসোলি।
সিলেট সিক্সার্স : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, অলক কাপালি, সন্দীপ লামিচানে, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, নিকোলাস পুরান, জাকের আলি ও মোহাম্মদ ইরফান।