এবার ওয়ানডেতেও ইতিহাস গড়ল ভারত

প্রথমে বল হাতে যুজবেন্দ্র চাহাল এবং পরে ব্যাট হাতে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নৈপুণ্যে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। আজ শুক্রবার মেলবোর্নে সিরিজ নির্ধারণী ম্যাচে ভারত সাত উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়াকে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বিরাট কোহলির দল।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজও ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছিল কোহলির ভারত।
ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া ২৩০ রানে ইনিংস গুটিয়ে নেয়। বল হাতে ভারতকে ভালো শুরু এনে দেন পেসার ভুবেনশ্বর কুমার। অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালেক্স ক্যারিকে ৫ রানে ফেরান তিনি। তবে স্পিনার যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে বেহাল দশা হয় অস্ট্রেলিয়ার। সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে সুযোগ পেয়ে নিজেকে ভালোভাবে চেনান তিনি। ১০ ওভারে ৪২ রানে ছয় উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ভালোভাবেই চেপে ধরেন তিনি। তাই অস্ট্রেলিয়া বড় সংগ্রহ গড়তে পারেনি।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক কোহলি ৪৬ রান করে আউট হন। তবে সাবেক অধিনায়ক ধোনি আসল কাজটা করেন। ৮৭ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলের জয়টাকে সহজ করে দেন। তাঁকে যোগ্য সাপোর্ট দেন কেদার যাদব। তিনি অপরাজিত ৬১ রান করেন।