সবচেয়ে বড় সংগ্রহ গড়ল মুশফিকের চিটাগং

চলমান বিপিএলে তাদের পারফরম্যান্স যথেষ্টই ভালো। এর আগে চার ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। সে ধারাবাহিকতা অবশ্য রেখেছে খুলনা টাইটানসের বিপক্ষে দ্বিতীয় দেখায়ও। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে গড়েছে ২১৪ রানের বড় সংগ্রহ গড়েছে তারা।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগংয়ের করা এই রান এবারের বিপিএলে সবচেয়ে বড় সংগ্রহ। এর আগে সবচেয়ে বড় সংগ্রহ ছিল রংপুর রাইডার্সের, ১৯৫ রান। এবার তাদের ছাড়িয়ে গেছে মুশফিকুর রহিমের দল।
তা ছাড়া এবারের বিপিএলে প্রথম কোনো দল হিসেবে দ্বিশতকের বেশি রান করেছে চিটাগং। মুশফিকুর রহিম (৫২), ইয়াসির আলী (৫৪) ও দাশুন শানাকাদের (৪২*) করা দারুণ কয়েকটি ইনিংসের ওপর ভর করে এই রান গড়া সম্ভব হয়েছে তাদের।
এর আগে শুরুটাও দারুণ হয়েছিল চিটাগংয়ের। বরাবরের মতো আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ দলকে দারুণ সূচনা এনে দেন। তিনি ১৭ বলে ৩৩ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তাই দলের সংগ্রহ বড় করতে অন্যদের জন্য কাজটা সহজ হয়েছে।
একই ভেন্যুতে আগের ম্যাচে সিলেট সিক্সার্সের ১৯৪ রানের জবাবে রংপুর রাইডার্স ১৯৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে। সাব্বির রহমানের চমৎকার ৮৫ রানের ওপর ভর করে সিলেট বিশাল সংগ্রহ গড়লেও শেষ পর্যন্ত জিততে পারেনি। জয়ের হাসি হেসেছে মাশরাফির দল।