অনেক রেকর্ডের জোড়া সেঞ্চুরি হেলস-রুশোর
এর আগে বিপিএলে সেঞ্চুরি হয়েছে মোট ১৩টি। আর এবারের আসরে ২৩তম ম্যাচে প্রথম ও একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন রাজশাহী কিংসের লরি ইভান্স। কিন্তু রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস আর রাইলি রুশো সম্ভবত ভিন্ন কিছু ভেবেছিলেন। একই ম্যাচে রাইডারদের দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি করে জন্ম দিলেন নতুন এক ইতিহাস। এর আগে কোনো ম্যাচে একটির অধিক সেঞ্চুরিই দেখেনি বিপিএল। সেখানে একই ম্যাচে কোনো দলের দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি টুর্নামেন্টের ইতিহাসে প্রথম। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই এর আগে কোনো ম্যাচে একটি দলের দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির ঘটনা ছিল মাত্র দুটি।
মাত্র ৪৭ বলে শতরান করেছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। ১১টি চারের পাশাপাশি পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। বিপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম শতক। এর আগে প্রথম আসরে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। সেই গেইল এখন রংপুর রাইডার্সে তাঁর ওপেনিং পার্টনার। গতকাল মাত্র দুই রান করে ফিরে গেছেন এই ক্যারিবিয়ান জায়ান্ট। কিন্তু অন্যপ্রান্তে শুরু থেকে শেষ পর্যন্ত একইরকম আক্রমণাত্মক খেলে বিপিএলে নিজের প্রথম শতরান পূর্ণ করেন হেলস। তবে সেঞ্চুরি করার ঠিক পরের বলেই আউট হয়ে গেছেন তিনি।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকান রাইলি রুশো এবারের আসরে সবচেয়ে ধারাবাহিক রান করা ব্যাটসম্যান। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। এর আগে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩ রান করেছিলেন তিনি। কিন্তু গতকাল সেঞ্চুরি করেই মাঠ ছেড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। মাত্র ৫১ বলে আটটি চার ও ছয়টি ছক্কায় বরাবর ১০০ রান করেছেন তিনি। বিপিএলে এটি চতুর্থ দ্রুততম সেঞ্চুরি।
দুজনের মারমুখী ব্যাটিংয়ে অসহায় হয়ে যায় চিটাগংয়ের বোলাররা। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ১৭৪ রানের জুটি। বিপিএলের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০১৭ সালে ঢাকার বিপক্ষে ফাইনাল ম্যাচে রংপুরের ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককুলাম সর্বোচ্চ ২০১ রান এবং খুলনা রয়েল বেঙ্গলের লু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফিস ২০১৩ সালে রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৭ রানের জুটি গড়েছিলেন। দুজনের এমন কীর্তির দিনে রংপুর পেয়ে যায় বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৩৯ রান। এর আগে তাদের বিপক্ষেই ২০১৩ আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরস করেছিল চার উইকেটে ২১৭ রান।
বড় রান তাড়া করে ম্যাচে ৭২ রানে হেরে যায় চিটাগং ভাইকিংস। হেরেও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে তারা। আর এই জয়ে তালিকার তিনে উঠে এলো মাশরাফির দল।