টি-টোয়েন্টিতে তামিমের পাঁচ হাজার রান
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। গতকাল চিটাগং ভাইকিংসের বিপক্ষে কুমিল্লার হয়ে অপরাজিত ৫৪ রান করার পথে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বাঁহাতি এই ব্যাটসম্যানের পাঁচ হাজার রান পূর্ণ হয়। জাতীয় দলের পক্ষে আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে টি-টোয়েন্টি খেলেছেন ড্যাশিং এই ওপেনার। মোট ১৮৬ টি-টোয়েন্টি ইনিংসে ব্যাট করে এই রান করেছেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে ১,৬১৩ রান করেছেন তামিম। ঘরোয়া বিপিএলে করেছেন ১,৬২৯ রান। এ ছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কার এসএলপিএল, কাউন্টি ক্রিকেট ও নিউজিল্যান্ডের লিগসহ আলাদা ১৭টি দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তামিমের পরেই আছেন সাকিব আল হাসান। মোট ২৬৪ ইনিংসে এই অলরাউন্ডার ৪,৪৬৭ রান করেছেন। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ক্রিস গেইলের। মারকাটারি ব্যাটিংয়ে ১২,১৯২ রান করেছেন এই ক্যারিবিয়ান জায়ান্ট। তালিকার দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের রান ৯,৮৬৫।