বিপিএলে তৃতীয় হ্যাটট্রিক আন্দ্রে রাসেলের

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আরো একটি হ্যাটট্রিক হয়েছে। ঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয় পেসার আন্দ্রে রাসেল আসরে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন।
আসরে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ঢাকা ডায়নামাইটসের আলিস ইসলাম। অভিষেকেই হ্যাটট্রিক করে চমকে দেন এই স্পিনার। পরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার ওয়াহাব রিয়াজ করেন দ্বিতীয় এবং ঢাকার আন্দ্রে রাসেল করেন তৃতীয় হ্যাটট্রিক।
আজ বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে রাসেল হ্যাটট্রিক করেন ইনিংসের শেষ ওভারে। সেই ওভারের প্রথম তিন বলেই তিন উইকেট তুলে নেন এই ক্যারিবীয়। তাঁর শিকার হন মুশফিকুর রহিম, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকা।
রাসেলের প্রথম শিকার হন ২৪ বলে ৪৩ রান করা মুশফিকুর রহিম। মুশফিক লংঅনে শুভাগত হোমের হাতে ধরা পড়েন।
ঠিক পরের বলে রাসেল দ্বিতীয় উইকেট তুলে নেন চিটাগংয়ের হয়ে সবচেয়ে বেশি রান করা ক্যামেরন ডেলপোর্টের। লংঅফে শুভাগত হোমের তালুবন্দি হন ডেলপোর্ট। তিনি ৫৭ বলে ৭১ রান করেন।
পরের বলে দাসুন শানাকা স্কুপ শট খেলতে গিয়ে ফাইন লেগে দাঁড়িয়ে থাকা মিজানুর রহমানের ক্যাচে পরিণত হলে হ্যাটট্রিক পেয়ে যান রাসেল।